বাংলাদেশের ৬৪টি জেলার নাম / ৬৪ জেলার নাম

 বাংলাদেশের ৬৪টি জেলার নাম / 
৬৪ জেলার নাম

হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন?  আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনটি হচ্ছে বাংলাদেশের ৬৪টি জেলার নাম নিয়ে।আশা করছি সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। 

বাংলাদেশের ৬৪টি জেলার নাম
বাংলাদেশের ৬৪টি জেলার নাম 

আমাদের মাঝে অনেকে আছেন বাংলাদেশের ৬৪টি জেলার নাম জানিনা। যারা বাংলাদেশের ৬৪টি জেলার নাম জানতে চান তাদের জন্য আজকে আর্টিকেলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের ৬৪ জেলার নামের তালিকা

আপনি যদি বাংলাদেশের একজন শিক্ষিত এবং সচেতন নাগরিক হয়ে থাকেন অবশ্য আপনাকে জানতে হবে বাংলাদেশের ৬৪টি জেলার নাম। তাই যারা জানতে চান তারা আমাদের সাথেই থাকুন। 

বাংলাদেশে ৬৪ টি জেলার নাম কি

বাংলাদেশের ৬৪টি জেলার নাম আমরা এমন ভাবে উপস্থাপন করব যে উপস্থাপন আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে মনে রাখার জন্য। এটি আমরা আপনাদের জন্য অত্যন্ত সহজভাবে সাজিয়াছি। এটা আপনার মনে থাকবে চিরকাল। 

৬৪ জেলার নামের তালিকা

আমরা আশা করছি বাংলাদেশের ৬৪টি জেলার নাম গুলো যদি আমাদের আর্টিকেল থেকে দেখে নিন তাহলে এটা আপনি অনেক সহজে মনে রাখতে পারবেন। চলুন তাহলে এবার আর্টিকেলের মূল বিষয়গুলো শুরু করা হোক। 

বাংলাদেশের সব জেলা গুলোর নাম

বাংলাদেশের ৬৪টি জেলার নাম মনে রাখার সহজ উপায় জেনে নিন।

& প্রথমে জেনে নিন পুরযুক্ত ১২টি জেলার নাম। এটি অত্যন্ত সহজভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে। তাহলে দেখে নিন সেই ১২টি জেলা কি কি।

বাংলাদেশের ৬৪ জেলার নাম মনে রাখার কৌশল 

পুরযুক্ত জেলার নাম

১) চাঁদপুর।

২) লক্ষ্মীপুর। 

৩) গাজীপুর। 

৪) পিরোজপুর। 

৫) মেহেরপুর। 

৬) শেরপুর। 

৭) ফরিদপুর। 

৮) শরিয়তপুর। 

৯) মাদারীপুর। 

১০) রংপুর।

১১) জামালপুর।

১২) দিনাজপুর। 

& তাহলে এবার জেনে নিন গঞ্জযুক্ত আছে এমন কয়েকটি জেলার নাম।গঞ্জযুক্ত জেলা রয়েছে মোট ৯টি জেলা।জেনে নিন সেই আটটি জেলা গুলো কি কি।নিচে গঞ্জযুক্ত ৯টি জেলার নাম দেওয়া হল।

গঞ্জযুক্ত ৯টি জেলার নাম

১) গোপালগঞ্জ। 

২) মুন্সিগঞ্জ। 

৩) হাবিগঞ্জ। 

৪) সিরাজগঞ্জ। 

৫) চাঁপাইনবাবগঞ্জ। 

৬) কিশোরগঞ্জ। 

৭) নারায়ণগঞ্জ। 

৮) সুনামগঞ্জ। 

৯) গোপালগঞ্জ। 

& এইবার জানুন জেলার নামের শেষে আ-কারযুক্ত আছে এমন জেলার নাম গুলো।আ-কারযুক্ত জেলা আছেন ১৫টি।এটিও আমরা আপনাদের জন্য সহজভাবে সাজিয়াছি।যেটা আপনাকে মনে রাখতে সাহায্য করবে।

আ-কারযুক্ত ১৫টি জেলার নাম

১) পাবনা।

২) নওগাঁ।

৩) কুমিল্লা। 

৪) ব্রাক্ষণবাড়িয়া।

৫) খুলনা। 

৬) ভোলা।

৭) ঢাকা।

৮)বগুড়া। 

৯) বরগুনা। 

১০) নেত্রকোণা। 

১১) গাইবান্ধা। 

১২) সাতক্ষীরা। 

১৩) কুষ্টিয়া। 

১৪) মাগুরা। 

১৫) চুয়াডাঙ্গা। 

& চলুন এই জেনে নেওয়া যাক হাটযুক্ত জেলার গুলোর নাম।কয়েকটি জেলার নামের সাথে হাটযুক্ত আছেন।হাটযুক্ত জেলার সংখ্যা ৩টি।

হাটযুক্ত জেলার নাম

১) লালমনিরহাট। 

২) জয়পুরহাট।

৩) বাগেরহাট।

& জেলার নামের সাথে বাজারযুক্ত আছে মোট ২টি জেলা।

বাজারযুক্ত জেলার নাম

১) কক্সবাজার। 

২) মৌলভীবাজার।

& জেলার নামের সাথে গ্রামযুক্ত আছে ২টি জেলা।

গ্রামযুক্ত জেলা

১) কুড়িগ্রাম। 

২) চট্টগ্রাম। 

& জেলার নামের সাথে খালীযুক্ত আছেন ২টি জেলা।

খালীযুক্ত জেলা

১) নোয়াখালী। 

২) পটুয়াখালী। 

& জেলার নামের সঙ্গে আইলযুক্ত আছেন ২টি জেলার নাম।

 আইলযুক্ত জেলা

১) নড়াইল।

২) টাঙ্গাইল। 

& জেলার নামের শেষে ই-কারযুক্ত আছে ৩টি জেলা।

ই-কারযুক্ত জেলা

১) ঝালকাঠি। 

২) রাঙ্গামাটি। 

৩) খাগড়াছড়ি। 

& জেলার নামের শেষে ঈ-কারযুক্ত জেলার সংখ্যা হল ৫টি।এই পাঁচটি জেলার নাম হল।( খালী ছাড়া)

শেষে ঈ-কারযুক্ত জেলার নাম

১) রাজশাহী। 

২) নরসিংদী। 

৩) ফেনী।

৪) নীলফামারী।

৫) রাজবাড়ী। 


& জেলার নামের শেষে কারবিহীন রয়েছে ৯টি জেলা।সেই জেলা গুলো হল।( পুর,গঞ্জ,হাট,বাজার,গ্রাম,আইল ছাড়া)

শেষে কারবিহীন জেলার নাম

১) নাটোর।

২) যশোর।

৩) ময়মনসিংহ। 

৪) সিলেট।

৫) ঠাকুরগাঁও। 

৬) পঞ্চগড়। 

৭) ঝিনাইদহ। 

৮) বরিশাল। 

৯) বান্দরবান। 

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপনাদের জন্য। যে প্রশ্ন উত্তর গুলো আপনাদের জীবনে কাজে আসবে। 

১) বাংলাদেশে সবচেয়ে বড় জেলা কোনটি

উত্তর --- বাংলাদেশের সবচেয়ে আয়তনের দিক থেকেই বড় জেলাম হচ্ছে রাঙ্গামাটি। 

২) বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি

উত্তর---- বাংলাদেশের সবচেয়ে ছোট জেলাটির নাম হচ্ছেন নারায়নগঞ্জ।

৩) চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা কোনটি?

উত্তর ---- চট্টগ্রামের জপলার সবচেয়ে বড় উপজেলা হল ফটিকছড়ি।  

আমাদের শেষ কথা। এই ছিল আমাদের আজকের বাংলাদেশের ৬৪টি জেলার নাম নিয়ে আর্টিকেল। আশা করছি আজকের আয়োজনটি আপনাদের সবার জন্য অত্যন্ত সহজ।যদি আর্টিকেলটি ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তাহলে একটা কমেন্ট করবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url